প্রত্যেকেই
কিছু
না
কিছুতে
পারদর্শী

21 অক্ষমতা
28 প্রদেশ
অগুনতি গল্প

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইন্ডিয়া ইনক্লুশন সামিটে ( IIS) যাঁরা নিজেদের তাগিদেই যোগদান করেছেন, তাঁরা জানেন যে, এটা সেই পুরনো পারিবারিক সূত্রে গাঁথা এক সুরেলা গল্প। এই অনুষ্ঠানের উদ্ধৃতি "প্রত্যেকেই কিছু না কিছুতে পারদর্শী" সেই পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে তোলে। অনুষ্ঠানের প্রতীকচিহ্ন হল একটি গাছের ছবি যেখানে বিভিন্ন ধরণের রঙিন পাখি এক সঙ্গে বাস করছে। আর তাতেই পারিবারিক বন্ধনের অনুভূতি তীব্রতা পাচ্ছে। বিশেষভাবে সক্ষম মানুষজনের ( PWD, Persons with disabilities) দক্ষতাকে তুলে ধরতে IIS -এর এই উদ্ধৃতি ভালোভাবেই তাদের উদ্দেশ্য বোঝাতে পেরেছিল। নমুনা-গাছটি ( I-Tree) এদের অন্তর্ভূক্তির চাক্ষুষ রূপক হিসেবে কাজ করছিল এবং যথেষ্ট উৎসাহ জোগাচ্ছিল।...

কাহিনি পড়ুন