Logo of Everyone is good at something

প্রত্যেকেই
কিছু
না
কিছুতে
পারদর্শী

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইন্ডিয়া ইনক্লুশন সামিটে ( IIS) যাঁরা নিজেদের তাগিদেই যোগদান করেছেন, তাঁরা জানেন যে, এটা সেই পুরনো পারিবারিক সূত্রে গাঁথা এক সুরেলা গল্প। এই অনুষ্ঠানের উদ্ধৃতি "প্রত্যেকেই কিছু না কিছুতে পারদর্শী" সেই পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে তোলে। অনুষ্ঠানের প্রতীকচিহ্ন হল একটি গাছের ছবি যেখানে বিভিন্ন ধরণের রঙিন পাখি এক সঙ্গে বাস করছে। আর তাতেই পারিবারিক বন্ধনের অনুভূতি তীব্রতা পাচ্ছে। বিশেষভাবে সক্ষম মানুষজনের ( PWD, Persons with disabilities) দক্ষতাকে তুলে ধরতে IIS -এর এই উদ্ধৃতি ভালোভাবেই তাদের উদ্দেশ্য বোঝাতে পেরেছিল। নমুনা-গাছটি ( I-Tree) এদের অন্তর্ভূক্তির চাক্ষুষ রূপক হিসেবে কাজ করছিল এবং যথেষ্ট উৎসাহ জোগাচ্ছিল। ইন্ডিয়া ইনক্লুশন ফাউন্ডেশন (IIF) এর অন্তর্গত একটি শাখা এই IIS এবং এটি সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত। এই সংগঠনের মূল মন্ত্রই হল, ভারতবর্ষের প্রতিটি মানুষের প্রতিভা তুলে ধরা, কেউ যেন পেছনে না পড়ে থাকে।

প্রতি বছর IIS এর মঞ্চে যে সমস্ত আড়ালে থাকা নায়কদের তুলে ধরা হয়, তারা সমগ্র ভারতবর্ষের বিশেষ ভাবে সক্ষম মানুষদের সামান্য একটা অংশ মাত্র। বলা যেতে পারে, ছোট্ট একটা জানলা দিয়ে অনন্ত সবুজ প্রান্তরের সামান্য অংশকে দেখা। এঁদের প্রতি সমাজের সামনের সারিতে থাকা মানুষজনের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে এবং এই সব মানুষদের সামনে এগিয়ে আনতে IIF একটা বিশেষ ব্যবস্থা করেছে। বিভিন্ন রাজ্যের নানান এলাকায় ঘুরে ঘুরে নামকরা ফটোগ্রাফাররা এই বিশেষভাবে সক্ষম মানুষদের ছবি তুলবেন( সুযোগ অনুযায়ী ভিডিওগ্রাফিও করা হবে)। এই উদ্যোগটির নাম দেওয়া হয়েছে "প্রত্যেকেই কিছু না কিছুতে পারদর্শী" । বিশিষ্ট ফটোগ্রাফার ভিকি রয় দায়িত্ব নিয়েছেন চরম পরিস্থিতিতে থাকা অনামী শারীরিকভাবে অক্ষম( PWD) মানুষজনের ছবি তুলে পোস্টার বানাবেন এবং একই সঙ্গে সেখানে তাদের জীবনের গল্পও থাকবে। এরা ভারতের প্রত্যেক রাজ্যে গিয়ে PWD অ্যাক্টে নির্দিষ্ট যে ২১টি দৈহিক অক্ষমতার কথা উল্লেখ আছে, তার প্রত্যেকটি ধরার চেষ্টা করবেন। প্রতি সপ্তাহে আমরা সম্পূর্ণ ভিন্ন বর্ণ, ভিন্ন ধর্ম, ভিন্ন লিঙ্গ এবং ভিন্ন ক্ষমতাসম্পন্ন এক একজন রঙিন পাখিকে গাছ থেকে নামিয়ে আপনাদের সামনে হাজির করব যারা মুক্ত হাওয়ায় অসীম আকাশে উড়তে বদ্ধপরিকর।