Icon to view photos in full screen

"অক্ষমতাই আমাদের শক্তি। আমাদের উচিত অক্ষমতাকে জাপ্টে ধরে বেঁচে থাকা।"

" এত আদর যত্ন পেয়ে নিজেকে আমার রাজকুমারী মনে হয়। হাসপাতালের আইসিউ (ICU) আমার দ্বিতীয় ঘর।"  উচ্ছ্বসিত হয়ে বলে উঠল ধন্যা রবি। 
১৯৮৯ তে জন্ম ধন্যার। জন্ম থেকেই অস্টিওজেনেসিস ইম্পারফেক্টা ( Osteogenesis Imperfecta) বা হাড় মুড়মুড়ে অসুখ আছে ওর। কিন্তু সারা শরীরে শত শত হাড়ের ভাঙাচোরা ওকে আটকে রাখতে পারেনি। হুইলচেয়ারে সওয়ার হয়ে ঘুরে বেড়িয়েছে সর্বত্র। শক্তির অফুরন্ত ভান্ডার ধন্যা।
 
ধন্যার স্বতঃস্ফূর্ত দুষ্টুমি এবং মজা করার কারণে ওঁর প্রাথমিক লড়াইটা অনেকের কাছে মিথ্যে হিসেবে প্রতিপন্ন হয়েছিল । এক দয়ালু প্রতিবেশীর সহায়তায় বিদ্যালয় স্তরের পড়াশোনা ঘরে বসেই দূরবর্তী প্রশিক্ষণের মাধ্যমে শেষ করেছে ও । ধন্যা এখন রাজ্য এবং কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং পুরস্কৃত শারীরিক অক্ষমতাযুক্ত মহিলা যে, খ্রিষ্টের সুসমাচার প্রচারক। এই অসুখ ( OI) সম্পর্কে মানুষকে সচেতন করতে দূরদর্শনে প্রচুর অনুষ্ঠানে হাজির থাকে ধন্যা। আন্তর্জালের ( internet) দুনিয়া এক স্বধীন জায়গা। আন্তর্জালকে কাজে লাগিয়ে চমৎকারভাবে ফেসবুক পেজ খুলে নিজের উজ্জ্বল উপস্থিতি দিয়ে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছে ধন্যা যা দিয়ে তার মতো অসুস্থ যারা বা অন্যান্য বিরল অসুখে যারা আক্রান্ত, তাদের জন্য সাহায্যকারী যন্ত্রপাতি, ওষুধ ইত্যাদি কিনতে সাহায্য করে চলেছে।
 
দুই ঘনিষ্ঠ বন্ধু, মনস্তাত্ত্বিক রোজমেরি অ্যান্থনি ( Rosemary Anthony)  এবং ইভেন্ট ম্যানেজার অজিশ অ্যান্টো ডমিনিক( Ajish Anto Dominic) কে সঙ্গে নিয়ে কীভাবে আসমান ফাউন্ডেশন ট্রাস্ট ( Aasmaan Foundation Trust, AFT) গড়ে তুলেছে ধন্যা সেই গল্প করছিল। বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে একটা ফ্যাশন শো করার পরিকল্পনা মাথায় আসে ওদের। এই স্বপ্ন দ্রুত বাস্তবায়িত করতে হলে একটা স্বীকৃত সংস্থা থাকা প্রয়োজন। এভাবেই তৈরি হল AFT। ২৯ শে ফেব্রুয়ারি দিনটা বিরল অসুখ দিবস হিসেবে চিহ্নিত। ২০২০ র ওই দিনেই ব্যাঙ্গালোর মলে ফ্যাশন শো- এর আয়োজন করে AFT। ৬ ঘন্টা ব্যাপী অনুষ্ঠানে অংশ নেয় ৩৫ জন শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং জিনগত ত্রুটি সম্পন্ন মানুষেরা। জমকালো, পরিধানযোগ্য পোশাক পরে মঞ্চ মাতায় তারা। ধন্যার কথায়, " আসল সৌন্দর্য কাকে বলে সেটাই দেখাতে চেয়েছি আমরা। "

এই ফ্যাশন শো-এর সাফল্যে বসে না থেকে AFT পরের পর অনুষ্ঠানের আয়োজন করে চলে যেগুলোর মূল বিষয় ছিল বিশেষভাবে সক্ষম মানুষদের দিয়ে কিছু করানো। ২০২০ সালের ১৫ই ডিসেম্বর, এ.আর. রহমানের "বন্দে মাতরম "গানটিকে নিয়ে "নর্তনা " শীর্ষক একটা নাচের ভিডিও প্রকাশ করা হয় যাতে শারীরিক ভাবে অক্ষম মহিলারা অংশগ্রহণ করেন। ৩ রা ডিসেম্বর আন্তর্জাতিক পি ডব্লু ডি ( PWD) দিবস। ওই দিন মায়েস্ত্রো ইলায়ারাজার অত্যন্ত জনপ্রিয় " ওলাংগল " এর একটা গানে গলা মেলান শারীরিকভাবে সক্ষম এবং অক্ষম সব শিল্পীরাই। ২০২১ - এর আন্তর্জাতিক নারী দিবসে AFT আয়োজন করে ' জেলডা ' (Zelda) যেখানে, যে সমস্ত বিশেষভাবে সক্ষম বাচ্চাদের একজন মাত্র অভিভাবক আছেন, তাদের সম্মান জানানো হয়। 
 
ধন্যা বাড়ি থেকেই কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে এবং স্বপ্ন দেখছে কীভাবে শারীরিক অক্ষমতা সম্পর্কে সচেতনতা বাড়ানো যায় আর বিভিন্ন কাজে তাদের যোগদান কীভাবে করানো যায়। অনেকে ধন্যাকে ' কাচের মেয়ে ' নামে ডাকে যে কখনো তার হুইলচেয়ারের নীচে শ্যাওলা জমতে দেয় না।

ছবি:

ভিকি রয়